ক্রাইম পেট্রোল ডেস্কঃ আজ মঙ্গলবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নে বোরো ধান কাটার উৎসবের আয়োজন করা হয়। এতে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ; আবুল কাশেম চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বানিয়াচং, হাসিনা আখতার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বানিয়াচং, সাধারণ কৃষক এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।
এসময় জেলা প্রশাসক সবাইকে ফসল রক্ষা বাঁধে যেকোন ক্ষয় -ক্ষতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করেন। এছাড়াও তিনি সাধারণ কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার প্রতিকারে জেলা প্রশাসনের এগিয়ে আসার আশ্বাস দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।