ক্রাইম পেট্রোল ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শুটকীকান্দি গ্রামের ফাতেহা বেগমকে (৭) মু'ক্তিপণের জন্য হ'ত্যা করা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে আটটায় উপজেলার শুটকীকান্দি গ্রামের পার্শ্ববর্তী জলাশয়ের কচুরিপানার নিচ থেকে ফাতেহার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর রাত আটটায় ফাতেহা বেগম নিখোঁজ হয়। ২ অক্টোবর শিশুটির মা রুমি আক্তার থানায় জিডি করেন। সে দিন রুমি আক্তারের মোবাইলে চার লাখ টাকা মু'ক্তিপণ দাবি করে ফোন ও মেসেজ পাঠায় অ'পহরণকারীরা। জিডির পর নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম ফোন ট্রাকিংয়ের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত থাকায় দরিয়াদৌত গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে লাজিম মিয়া (১৯) ও শুটকীকান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে আলাউদ্দিনকে (২১) গ্রেফতার করে। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে টেহারচর বিলের কচুরিপানার নিচ থেকে শিশু ফাতেহার লাশ উদ্ধার করা হয়।
অ'পহরণকারীদের হাতে নি'হত শিশুর বাবা বাছেদ মিয়া বলেন, ‘আমার দুই মেয়ে, ফাতেহা বড় মেয়ে। ফাতেহাকে মু'ক্তিপণের জন্য অ'পহরণ করে খু'ন করেছে আসামিরা। আমি তাদের ফাঁসি চাই।’
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. নূরে আলম বলেন, ‘আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।