ক্রাইম পেট্রোল ডেস্ক :বাগেরহাটে মাদকাসক্ত ছেলে রাসেল মল্লিকের হাতে খুন হয়েছেন মা রাবেয়া মল্লিক। রবিবার সকালে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ঘাতক মাদকাসক্ত ছেলে রাসেলকে আটক করেছে। ঘাতক রাসেল শাহজাহান মল্লিকের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ হত্যাকান্ডের খবর পেয়ে বাগেরহাট মডেল থানা, পিবিআই ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত জব্দ করে।
পরিবারের অভিযোগ, রাসেল মল্লিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও নেশা থেকে ফেরানো যায়নি।
রোববার সকালে নেশার জন্য মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকে ছুরি দিয়ে এলো পাথাড়ি কুপিয়ে হত্যা করে রাসেল। এই হত্যাকান্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপারমাহফুজ আফজাল বলেন, মায়ের সাথে রাসেল মল্লিক একই বাড়িতে থাকতেন। সকালে মায়ের কাছে টাকা ও মোবাইল চাওয়া নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকে নির্মমভাবে হত্যা করে । আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক রাসেলকে গ্রেপ্তার করি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।