ক্রাইম পেট্রোল ডেস্ক>>
বাগেরহাটের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর পুলিশ সুপার কানাই লাল সরকার।
আজ বৃহস্পতিবার আইপি পুলিশ-৬ এর পুলিশ সুপার কানাই লাল সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ২০২২ খ্রি.) বেলা ১২ টায় পুলিশ সুপার কানাই লাল সরকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা এ ইউনিটের আওতাভুক্ত মোংলা ইপিজেড পরিদর্শন ও নির্বাহী পরিচালক মোঃ মাহবুব আহমেদ সিদ্দিক এর সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে পুলিশ সুপার বাগেরহাট জেলার শিল্প কারখানা যথাক্রমে- বসুন্ধরা এল. পি. গ্যাস লিঃ এবং ভি আই পি লাগেজ বিডি প্রাইভেট লিঃ পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার বাংলাদেশ সরকারের পাশে থেকে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে সকলকে পরামর্শ প্রদান করেন। তিনি কারখানা কর্তৃপক্ষকে যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতা সহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করার অনুরোধ জানান। তিনি শিল্প কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সাথে কারখানার নিরাপত্তা ব্যবস্থাসহ অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এছাড়াও, শ্রমিকদেরকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেন। পুলিশ সুপার শিল্প প্রতিষ্ঠানের যেকোনো সমস্যা সমাধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা সর্বদা প্রস্তুত আছে মর্মে আশ্বস্ত করেন। তিনি পরিদর্শনকালে উক্ত কারখানাসমূহের নিরাপত্তা বিধানকল্পে অ'গ্নিনির্বাপক যন্ত্র, সিসি ক্যামেরাগুলোর অবস্থান এবং শ্রমিকের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। এসময় উল্লেখিত কারখানাসমুহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইপি-৬ খুলনার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।