ক্রাইম পেট্রোল ডেস্কঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাসাবাড়িতে দ্বিতীয় দফায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে রোহান নামের এক যুবক।
শনিবার রাতে জনতা তাকে ধাওয়া করে আটক করে। পরে রোববার তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। আটক রোহান পার্শ্ববর্তী লালপুর উপজেলার মহেশপুর গ্রামের মৃত মোস্তফার ছেলে।
পুলিশ ও বাসার মালিক জানান, গত শুক্রবার দুপুরে বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার জাকির হোসেনের বাসার ভাড়াটিয়া এক এনজিও কর্মকর্তার মোবাইল চু'রি হয়। ওই ঘটনার পর সিসিটিভির ফুটেজ চেক করেন বাসার মালিক। ওই ফুটেজে তিনি সেদিন সেখানে এক অপরিচিত যুবককে বাসায় প্রবেশ করতে দেখেন। এ ঘটনার পর আবারো শনিবার সন্ধ্যার পর সিসিটিভির মনিটরে একই যুবককে বাসায় প্রবেশ করে জানালা দিয়ে একটি কম্বল বের করে নিতে দেখেন। এ সময় বাসার মালিক জাকির হোসেন চিৎকার দিলে স্থানীয়রা ধা'ওয়া দিয়ে তাকে আটক করে পি'টুনি দেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আ'টক রোহানকে থানায় নিয়ে যায়।
তদন্তকারী কর্মকর্তা এএসআই শিবলী জামান জানান, 'বাসার মালিক জাকির হোসেন বাদী হয়ে আ'টক রোহানের বিরুদ্ধে থানায় একটি চু'রির মামলা করেছেন। এছাড়াও রোহানের বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানায় একাধিক মামলা রয়েছে।'
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, 'চুরির মা'মলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আটক যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।