অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্য সম্মিলিতভাবে মামলা করেছে। জলবায়ু সংক্রান্ত নির্বাহী আদেশে কারণে দেশের অর্থনৈতিক অবস্থা প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগ ও শ্মিটের দাবিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট থেকে মুক্তি পেতে কার্বন, মিথেন ও নাইট্রাস অক্সাইডের মূল্য নির্ধারণে বাইডেনের কোনো অধিকার নেই। এসব নীতিনির্ধারক সংস্থাগুলোর কাজ। গ্রিনহাউজ ব্যবহারেও সামাজিক ব্যয়ের অংক নির্ধারণ করেছেন। এতে করে মিসৌরির উৎপাদন ব্যবস্থা এবং কৃষিখাতে ব্যাপক ক্ষতি হবে। এমনটা হলে কয়েক প্রজন্ম ধরে এখানে বসবাস ও কাজ করা ব্যক্তিরা রাস্তায় বসবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।