প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ১২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২০, ৮:০৪ অপরাহ্ণ
বাংলাবান্ধা এক্সপ্রেস’র উদ্বোধন

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় ও রাজশাহী রুটে রেল যোগাযোগের নতুন মাত্রা হিসেবে যুক্ত হয়েছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ নামের আন্তঃনগর ট্রেন। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনে আন্তঃনগর এই ট্রেনটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী অ্যাড. নূরুল ইসলাম সুজন। একই সঙ্গে তিনি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশেনের নবনির্মিত প্লাটফর্মের উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো এই রুটে আন্তঃনগর ট্রেন চালু। আওয়ামী লীগ সরকার এই দাবি পূরণ করেছে। নতুন রেক না থাকায় আপাতত ট্রেনটি পুরাতন রেকে চলবে। তবে শীঘ্রই বিদেশ থেকে নতুন কোচ এনে রেক পরিবর্তন করা হবে।
তিনি বলেন, ‘এই অঞ্চলের অনেক শিক্ষার্থী রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণ করে। এই ট্রেন চালু হওয়ায় তাদের যাতায়াতে অনেক সুবিধা হবে’।
মন্ত্রী বলেন, ‘এই অঞ্চলের মানুষের আরেকটা দাবি রয়েছে পঞ্চগড়-খুলনা রুটে আন্তঃনগর ট্রেন চালুর। সেই পরিকল্পনাও আমাদের রয়েছে’।
মন্ত্রী আরো জানান, ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ছাড়বে সকাল সাড়ে ৮টায় এবং রাজশাহী পৌঁছাবে বিকাল সাড়ে ৫টায়। আবার রাজশাহী থেকে ছাড়বে রাত ৯টা ১৫ মিনিটে এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে।
ট্রেনটির উভয় পথে বিরতি স্থানগুলো হচ্ছে- কিসমত, রুহিয়া, ঠাকুরগাঁও রোড, শিবগঞ্জ, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর ও আব্দুল্লাহপুর।
উভয় দিকে ট্রেনের আসন ভাড়া সুলভ শ্রেণি ১৭০ টাকা, শোভন শ্রেণি ২৮০ টাকা, শোভন চেয়ার ৩৩৫ টাকা, প্রথম শ্রেণি ৪৪৫ টাকা, ১ম বার্থ শ্রেণি ৬৬৫ টাকা, স্নিগ্ধা ৫৫৫ টাকা, এসি সিট ৬৬৫ টাকা এবং এসি বার্থ ৯৯৫ টাকা।
‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম হতে সাপ্তাহিক বন্ধ শনিবার এবং রাজশাহী হতে সাপ্তাহিক বন্ধ শুক্রবার বলেও জানিয়েছেন মন্ত্রী।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদসদস্য মজাহারুল হক প্রধান, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube