ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে তে ......................মেয়র.ইকরামুল হক টিটু
দিলীপ কুমার দাস জেলা প্রতিনিধি (ময়মনসিংহ)>>
ময়মনসিংহ জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটি এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ কমিউনিটি পুলিশিং সমাবেশে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। নানা ক্ষেত্রে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা একটি অন্যতম সূচক। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই এসব অর্জন সম্ভব হয়েছে। আজ আমরা এসডিজি বা সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নে স্বপ্ন দেখতে পারছি।
আজ বেলা ১১টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম) এবং এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম সেবা)।
মেয়র মোঃ ইকরামুল হক টিটু তার বক্তব্যে দায়িত্ব না এড়িয়ে বরং দায়িত্বশীলতার সাথে পুলিশকে সহযোগিতার জন্য সবাইকে অনুরোধ জানান। তিনি বলেন, আমরা উন্নত দেশের মত আইন শৃঙ্খলা পরিস্থিতি চাই কিন্তু নিজের সামনে একটি অপরাধ সংঘটিত হলেও অনেক সময় পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করি না। জনগণের সহযোগিতা ছাড়া শুধু একা আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সার্বিকভাবে অপরাধ দমন সম্ভব নয়।
কমিউনিটি পুলিশিং বিষয়ে মেয়র বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমেই সম্ভব উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ জনগণের দূরত্ব হ্রাস, সম্প্রীতি এবং জনসেবা নিশ্চিত করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ০১ মোঃ মমতাজ উদ্দিন প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।