ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুমিল্লার বরুড়ায় চলমান পরিবেশ পরিস্থিতিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক নিশ্চিত করার স্বার্থে " ঐক্যবদ্ধ বাংলাদেশ, ছড়াবেনা বিদ্বেষ" স্লোগানে একটি "ধর্মীয় সম্প্রীতি র্যালী" ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে বরুড়া থানার উদ্যোগে এই ধর্মীয় সম্প্রীতি র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে থানা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভা ও সম্প্রীতি র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ।
আলোচনাসভায় বরুড়া থানার অফিসার ইনচার্জ( ওসি) কাজী নাজমূল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুরিয়ারা জামে মসজিদের খতিব শাহাদাত হোসেন, মাসুদ আলম পাটোয়ারী, শোর্শিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাসুদ আলম পাটোয়ারী , সভাপতি, বরুড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. তপন ভৌমিক, সাধারণ সম্পাদক মাস্টার তপন, লগ্নসার রোহিতগিরি তপবন বৌদ্ধ বিহারের ভিক্ষু প্রিয় বংশ, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক শাহাজালাল, মাওলানা মোঃ খোরশেদ আলম এম এ, মাওলানা আহমদুল্লা, মোহতামিম, হুরুয়া ইব্রাহিমিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা আহমদুল্লা প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।