মোঃ সোলায়মান হাওলাদার।।
বরিশাল নগরীতে ধ*র্ষণের হাত থেকে এক তরুণীকে রক্ষা করেছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। সেই সঙ্গে ধ*র্ষণচেষ্টাকারী ল*ম্পট যুবক সোহেলকে মা*রধর করে পুলিশে সোপর্দ করেছেন তারা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ৯ নম্বর ওয়ার্ডস্থ রসুলপুর চরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিদের আশ্রয়স্থলে গতকাল রাতে অনুষ্ঠান থাকায় বিপুলসংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন। এর কিছু দূরে তরুণীর চিৎকারে তাঁরা বেরিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
ভুক্তভোগী তরুণী জানান, কেনাকাটার জন্য তিনি দূরে একটি দোকানে যাচ্ছিলেন। পথে সোহেল তার পথরোধ করেন। তাকে টেনেহেঁচড়ে একটি ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি চিৎকার দিলে তার বাবা এগিয়ে আসেন। সোহেল তার মাথায় কয়েকটি আঘাত করলে র*ক্তাক্ত জখম হয়। পরে হিজড়ারা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
পটুয়াখালী থেকে আসা হিজড়া পাখি ও স্থানীয় বাসিন্দা শান্তা জানান, ডাকচিৎকার শুনে তারা বাইরে বেরিয়ে আসেন। তখন দেখেন এক তরুণীকে টানাহেঁচড়া করছেন সোহেল। বাবুল সরদার তখন র*ক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। পরে সব হিজড়া নেমে সোহেলকে আটক করে একটি ঘরের মধ্যে আটকে রাখেন। খবর দিলে কোতোয়ালি থানার পুলিশ এসে তাকে নিয়ে যায়।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, 'হিজড়ারা এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় মা*রধরের অভিযোগে মামলা করেছেন তরুণীর বাবা। আটক সোহেলকে এ ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।