জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারের রাস্তার পাশে নিয়মনীতির তোয়াক্কা না করে একটি স’মিল স্থাপন করা হয়েছে। এতে স’মিলের পাশে থাকা একটি স্কুলের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রচার হলে স’মিলটি বন্ধের নির্দেশ (চিঠি) দেন চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন। কিন্তু চিঠি পাওয়ার পরেও অদৃশ্য এক শক্তিতে চালিয়ে যাচ্ছেন স’মিল টিম, বিচ্ছিন্ন করা হয়নি বিদ্যুৎ সংযোগ।
একটি সূত্রে জানা গেছে, ঝিনাইদহ বিদ্যুৎ কর্তৃপক্ষকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সৌর বিদ্যুৎ লাগিয়ে অবৈধ পন্থায় বিদ্যুৎ সংযোগ লাগিয়ে নেন স’মিল মালিক দাউদ হোসেন। এলাকার সাধারণ মানুষ ও ছাত্র ছাত্রীদের অভিভাবকরা বলতে শুরু করেছে একজন সাধারণ গ্রাহক যখন বিদ্যুৎ অফিসে যায় তখন তাদেরকে নানান নিয়মকানুন দেখানো হয়ে থাকে কিন্তু প্রভাবশালী হওয়ায় দাউদ হোসেনের কোন নিয়ম মানা লাগেনি। সৌর বিদ্যুতের লাইন ছাড়াই সে স’মিলের জন্যে হাই ভোল্টেজ লাইন পাচ্ছেন। এলাকাবাসীর দাবি দ্রুত এই অবৈধ স’মিলটি স্থানান্তর করার। স্থানান্তর না করা পর্যন্ত স’মিলটি বন্ধ রাখা হোক।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।