রংপুর ব্যুরো :
গঙ্গাচড়ার তিস্তা নদী তীরবর্তী পীরেরহাটে আজ বেলা ১২ টায় শ্রমিক অধিকার আন্দোলন ও নি'পীড়ন বিরোধী নারীমঞ্চের যৌথ উদ্যোগে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
এ সময় উপস্থিত ছিলেন নি'পীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস,সদস্য সচিব সানজিদা আক্তার,শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সবুজ রায়,শিক্ষানবীশ আইনজীবী স্বপন রায় প্রমুখ।
নেতৃবৃন্দ বন্যা কবলিত মানুষদের মাঝে সরকারি উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ এবং বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন কার্যক্রম জোরদার করার দাবি জানান।
সেই সাথে বন্যা সমস্যার স্থায়ী সমাধানে নিয়মিত নদী খনন,নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।