মো. বাবুল রানা, জেলা প্রতিনিধি, ভোলা:
ঘূর্ণিঝড় দানার প্রভাবে বন্ধের দুইদিন পর লক্ষ্মীপুর,ভোলা ও বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
২৫ অক্টোবর, শুক্রবার সকাল ৮টার পর থেকে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফেরি ঘাটের ম্যানেজার আতিকুজ্জামান।
তিনি জানান, 'আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মেঘনায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের দু-পাড়ে আটকা পড়েছে কয়েক শ' পণ্যবাহী ট্রাক। দুই-একদিনের মধ্যে সব পণ্যবাহী ট্রাক পারাপার হবে বলে আশা করেন তিনি।'
এদিকে বুধবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে এই নৌরুটে ফেরি-লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিওটিএ। এতে করে মুজচৌধুরীর হাট ঘাটে কয়েক শ' যাত্রী আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় এই নৌরুটে চলাচলকারী যাত্রীদের। তবে সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় দুর্ভোগ কমেছে।
শঙ্কা কেটে গেছে ঘূর্ণিঝড় দানার, বন্দরে সতর্কতা মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ রুট দিয়ে চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ১২টি জেলার সঙ্গে সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম এই নৌ রুট। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এই রুটে যাত্রীদের ভিড় থাকে।
এছাড়া প্রতিদিন লক্ষ্মীপুর,ভোলা,বরিশাল এই নৌরুটে ফেরি ও লঞ্চে প্রায় কয়েকশ' পণ্যবাহী গাড়ি ও হাজার হাজার মানুষ যাতায়াত করেন। লক্ষ্মীপুর,ভোলা নৌ রুটে পাঁচটি ফেরি ও বরিশাল রুটে ১১টি লঞ্চ চলাচল করছে। এর মধ্যে দুটি লঞ্চ বরিশাল রুটের। বাকি ৯টি ভোলা রুটের।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।