মোঃ পরশ আহম্মেদ, নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ স্নান উৎসবে পানিতে ডুবে রাজদীপ(৯) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল শিশুটিকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজদীপ চট্টগ্রামের পটিয়া উপজেলার উজ্জ্বল দাসের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মহাষ্টমী স্নান উৎসব উপলক্ষে শিশুটি তার পরিবারের সঙ্গে উৎসবে আসে। মা ও নানির সাথে একত্রে ব্রহ্মপুত্র নদের তিন নাম্বার ঘাটে পানিতে পবিত্র হওয়ার জন্য গোসল করতে নামে। এদিকে ভিড়ের মধ্যে সবার অজান্তে শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস গজারিয়া স্টেশন লিডার মোঃ দুলাল জানান, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অল্প সময়েই শিশুটিকে উদ্ধার করেছি। পরবর্তীতে শিশুটিকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, 'শিশুটি তার পিতা-মাতা ও দাদির সঙ্গে স্নান উৎসবে এসেছিল। সুরতাহাল রিপোর্ট তৈরির জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন লাশটি চট্টগ্রাম পাঠানো ও সৎকারের ব্যবস্থা করবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।