আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে বদর দিবসের তাৎপর্য শীর্ষক‘আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
“আহলে সুন্নাত ছাত্র পরিষদ নাসিরনগর”এর উদ্যোগে নিউ মর্ডাণ ডায়াগণস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের দ্বিতীয় তলায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে বদর দিবস উদযাপন প্রস্তুতি কমিটির আহবায়ক মাজহারুল হক ফুয়াদ পাঠানের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান,পীরজাদা মাওলানা নজরুল ইসলাম আজিজি,মাওলানা জসিম উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা ফজলুল কাদের,মাওলানা গাজিউর রহমান,আহলে সুন্নাত ছাত্র পরিষদ যুগ্ম আহবায়ক মোহাম্মদ সফিকুল ইসলাম,মোজাম্মেল হক প্রমুখ।
এসময় আহলে সুন্নাত ছাত্র পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী।
অন্যদিকে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী দাতঁমন্ডল গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। দরবার শরীফ প্রাঙ্গণে পীরজাদা মাওলানা কুতুবুল আজিজ আলক্বাদরী, মাওলানা আনোয়ারুল আজিজ আলক্বাদরী, মাওলানা সাইফুল আজিজ আলক্বাদরী। মাওলানা গোলাম মোস্তুফা আজিজ আলক্বাদরীর সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা ও ইফতার মাহফিলে মুরিদান,ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।