প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২১, ১০:১৭ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ছাত্রদের মাঝে কোরআন বিতরণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও পরিবারের মরহুম সকল সদস্যসহ শহীদদের আত্মার শান্তির মাগফেরাত কামনা করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০০ জন এতিমখানার মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে কোরআন শরিফ, কায়দা, আমপারা বিতরণ করা হয়েছে। এসময় স্থানীয় মুসল্লিদের মাঝেও হাদিসের বই বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার শালবাহান রোড মাঝিপাড়া নুরানী হাফেজিয়া মাদ্রাসা মসজিদে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে কোরআনসহ হাদিসের বই বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন শরিফ, কায়দা, আমপারা ও হাদিসের বই মাদ্রার শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শালবাহান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মনজুরুল হক মন্জু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক মো: আশরাফুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সভাপতি মো: আলী আকবর, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. খোকা মিয়া, ৯নং ওয়ার্ডের সভাপতি মো. সুলতান মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ, ইমাম মোয়াজ্জিম কল্যাণ সমিতির সদস্য সচিব মো. বেলাল হোসেন, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. হাবিবুল্লা প্রমুখ।
সবশেষে কোরআন ও হাদিসের বই বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন বিষয় উল্লেখ করেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করার বিষয়টি উল্লেখ করে শহীদদের আত্মার শান্তির মাগফেরাত কামনা করার আহব্বান জানান।
পরে মিলাদ ও দোয়া আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube