ঝিনাইদহ প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজন এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ আইনজীবীরা অংশ নেয়। কর্মসূচি চলাকালে আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, সরকারি কৌশলী বিকাশ কুমার ঘোষ, পিপি ইসমাইল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে এর বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।