স্টাফ রিপোর্টার, বগুড়া: ‘সরকারি আইনগত সহায়তা-ই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বগুড়ার সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর মহেশপাড়া আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কনফারেন্স রুমে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি ও বগুড়া লাইট হাউস। বাস্তবায়ন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং আর্থিক সহায়তা দিয়েছে ইউএসএআইডি। পক্ষ এবং বিপক্ষ দলে বিতর্কের পর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডল। বক্তৃতাকালে তিনি বলেন, আজকের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে স্কুলের ছাত্রীদের দক্ষতা বৃদ্ধি পেল। সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়া যায়। গরিব অসহায় মানুষেরা ন্যায়বিচার পাবে বিনা খরচে। করোনাকালে অনেক দিন স্কুল বন্ধ থাকার কারণে এলাকায় বাল্য বিবাহসহ বিভিন্ন সহিংসতা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন ইউপি চেয়ারম্যান। এছাড়া করোনা মোকাবিলা করতে ছাত্রীদের সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানার জন্য যে পরিমাণ মাস্ক লাগবে, তা সরবারহ করা হবে বলে জানানো হয়। লাইট হাউসের পিপিজে বগুড়ার প্রকল্প সমন্বয়কারী রশিদা খাতুন বিতর্ক প্রতিযোগিতার লক্ষ্য, উদ্দেশ্য ও নিয়ম-কানুন সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন। আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মহাতাব উদ্দিনের পরিচালনায় প্রতিযোগিতাকালে বগুড়া জজ আদালতের প্যানেল আইনজীবী ইমদাদুল হক খন্দকার, লাইট হাউসের আব্দুর রউফ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাসহ ১২০জন ছাত্রী উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।