ক্রাইম পেট্রোল ডেস্ক:
বগুড়ায় জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির সাবেক পরিদর্শক ও বর্তমানে ফরিদপুর সদরের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সম্প্রতি এ মামলা করেন।
এজাহার সূত্র ও দুদক কর্মকর্তারা জানান, অভিযুক্ত ইদ্রিস আলী বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার সেকেন্দার আলীর ছেলে। তার বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠে। কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে গত ২০২২ সালের ২৩ অক্টোবর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক ইদ্রিস আলী সম্পদ বিবরণী দুদক বগুড়া কার্যালয়ে জমা দেন। তদন্ত করে তার বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত ২৯ লাখ ৬৮ হাজার ৩২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলার অনুমোদন পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দুদক বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সম্প্রতি নিজ কার্যালয়ে ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করেন।
দুদকের পিপি আবুল কালাম আজাদ এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।