ক্রাইম পেট্রোল ডেস্ক >> বগুড়ায় জালিয়াতির মাধ্যমে একটি ব্যাংকের ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন জেলা যুবলীগের সাবেক নেতা মাকছুদুল আলম খোকন।
শুক্রবার রাতে শহরের নামাজগড় এলাকায় প্রত্যাশা হাউজিং এর বাসা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ ।তিনি শহরের বাদুরতলা এলাকার মৃত শাহ আলমের ছেলে এবং মাশফা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও প্রথম শ্রেণির ঠিকাদার।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, শুক্রবার রাতে শহরের নামাজগড় এলাকার প্রত্যাশা হাউজিং এর বাসা থেকে মাকছুদুল আলম খোকনকে গ্রেফতার করা হয়েছে। তিনি দুদকের মামলার চার্জশিটভুক্ত আসামী। তার বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা ছিল
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।