আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুরের বকশীগঞ্জে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী রাশেদ মিয়াকে (৩০) কে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় স্বামীসহ ২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হলে ৯ অক্টোবর ২০২০ শুক্রবার ভোরে নিজ বাড়ী থেকে স্বামীকে আটক করা হলেও তার বন্ধু মোশারফ হোসেন পলাতক রয়েছে। রাশেদ মিয়া বকশীগঞ্জ উপজেলার বিনোদের গ্রামের মণ্ডল মিয়ার ছেলে। বন্ধু মোশারফ মিয়া পাশ্ববর্তী পাগলাপাড়া গ্রামের নেহাল মিয়ার ছেলে। বকশীগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত টাকার লোভে স্ত্রীকে অন্য মানুষের যৌন মিলনের জন্য চাপ দিতে থাকে। রাজী না হওয়ায় শারীরিক নির্যাতন চালায় স্বামী রাশেদ। গত বুধবার রাতে বন্ধু মোশারফকে ডেকে এনে যৌন মিলনের চাপ সৃষ্টি করে। পরবর্তীকালে জোরপূর্বক ধর্ষণ করে মোশারফ। পরবর্তী সময়ে অভিযোগ দিতে বাঁধা দেয় রাশেদ মিয়া।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকিকুল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই মামলাটি রের্কড হয়। পরে ভোর রাতে রাশেদ মিয়াকে আটক করা। অপর আসামি মোশারফ হোসেনকে আটকের চেষ্টা চলছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট গণমাধ্যমকে জানান, মামলার ভিত্তিতে আসামি আটক করে জামালপুর কোর্টে এবং স্ত্রীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে জামালপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।