আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এঁর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় শহরের ব্যবসায়ীগণ দোকানপাট বন্ধ রেখে ডোমার বাজার রেল ঘুন্টির মোড়ে দোকান মালিক কর্মচারীর ব্যানারে ঘণ্টাব্যাপি মানববন্ধনে সহস্রাধিক মুসলিম ব্যবসায়ী ও কর্মচারীসহ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে মানববন্ধনে প্রতিবাদ বক্তব্য রাখেন, দোকান মালিক শামছুল হক ভুঁইয়া, সাজ্জাদ পারভেজ, হেফাজত ইসলামের নেতা নুরুজ্জামান বাবলা, ব্যবসায়ী মালিক আদম, সাহেদ হোসেন, রাশেদুল ইসলাম আপেল, রাকিব ইসলাম, সামিউল আলিম প্রমুখ। মানববন্ধন শেষে রেলঘুন্টির মোড় হতে ব্যানার ও ফেস্টুন সহকারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
বক্তারা, ফ্রান্সের সকল পণ্য বয়কটসহ সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষোভ ও নিন্দা জানানোর আহ্বান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।