ক্রাইম পেট্রোল ডেস্ক:
ভোক্তাপর্যায়ে ফের বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারে ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার কাওরানবাজারে বিইআরসির হল রুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন। এছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৬৩.৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এলপিজির নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে ৷
বিইআরসি চেয়ারম্যান বলেন, 'আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে।
অক্টোবরে ১২ কেজির এলপি গ্যাসের দর ছিল ১৩৬৩ টাকা আর সেপ্টেম্বরে ছিল ১২৮৪ টাকা। সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরে দাম কমে এলেও ইসরায়েল-ফিলিস্তিন সং'ঘাতের কারণে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক বাজার।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ।
বিইআরসির ঘোষিত দর বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, 'ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেসব বিক্রেতার বিরুদ্ধে শা'স্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও নেওয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।