মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফেন্সিডিল পাচারের সময় হৃদয়(৩৭) নামে এক চিকিৎসকসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, রংপুর শহরের নিউ শালবন মিস্ত্রী পাড়া এলাকার আবজাল হোসেনের ছেলে এমবিবিএস চিকিৎসক ডা. আবুজার মোঃ মোতাখারুল ইসলাম হৃদয়(৩৭) ও আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খোচাবাড়ি সাকোয়ারপাড় নাদের মুহুরীর ছেলে মঈনুল হোসেন(২৬)।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, ভারতীয় সীমান্তবর্তী গ্রাম দুর্গাপুর থেকে প্রাইভেট কারে করে ফেন্সিডিল পাচার করছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল দুর্গাপুর কালিরহাট বাজারে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে এক প্রাইভেট কার আটক করে। ওই প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক ডা. আবুজার মোঃ মোতাখারুল ইসলাম হৃদয় ও মঈনুল হোসেনকে আটক করে প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।