অনলাইন ডেস্কঃ দিনাজপুরের ফুলবাড়ীতে নাজিমুল শেখ (৩০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের জয়ন্তি গ্রামের অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক নাজিমুল শেখ ভারতের পশ্চিম বাংলার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার জাকিরপুর খেয়াপাড়া গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে।
থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি )ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীন রুদ্রানী বিওপি’র নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে বিওপির অন্যান্য বিজিবি সদস্যরা উপজেলার কাজিহাল ইউনিয়নের জয়ন্তি গ্রামের অভিযান পরিচালনা করে। এ সময় জয়ন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ভারতীয় নাগরিক নাজিমুল শেখকে আটক করা হয়।
এ ব্যাপারে রুদ্রানী বিওপির হাবিলদার লিয়াকত আলী শেখ বাদী হয়ে রোববার ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার চলতি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান বলেন, বিজিবি’র পক্ষ থেকে আটক ভারতীয় নাগরিক নাজিমুল শেখকে থানায় সোপর্দসহ একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার নাজিমুল শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।