আকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারে ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফান্দাউক মধুবনিক মার্কেটে ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। ইসলামী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ আব্দুর রফিক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ নাসির রায়হান আলকাদরী পীর সাহেব,মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম,এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী এস,এম শাহীন,মোঃ তাহের উদ্দিন ভূইয়া,এস আই সফিকুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী ও মেসার্স বন্ধন এন্টারপ্রাইজের প্রধান ডাঃ মোহাম্মদ এরফানুল হক লিটন।
ব্যাংক কর্মকর্তা আসিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্জেন্ট সফিকুল ইসলাম, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী,যুবলীগের সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম,যুবলীগ নেতা ফজলুল করিম,ব্যবসায়ী নাসির উদ্দিন প্রমুখ।
এসময় স্থানীয় ব্যবসায়ী,পেশাজীবী,ইসলামী ব্যাংকের শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ আব্দুর রফিক মিয়া বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পীরজাদা সৈয়দ নাসির রায়হান আলকাদরী(মা:জি:আ:)।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।