ক্রাইম পেট্রোল ডেস্ক>> লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অ্যাড. নুরুল ইসলাম এর রাবার বাগান থেকে একটি গরু জবাই করে নিয়ে যাওয়ার পথে গাড়ি ও দ্বিখন্ডিত বস্তাবন্দি গরুসহ ৩ চোরকে করেছে জনতা। যার গাড়ী নাম্বার ছাড়পোকা কক্সবাজার ছ- ১১০৪৫৮। খবর পেয়ে লামা থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এবিষয়ে গরুর মালিক নুর মোহাম্মদ বাদী হয়ে শনিবার ( ২৬ জু ২০২১ ইং) বিকেলে লামা থানায় মামলা দায়ের করেন। মামলায় আটককৃত ৩ আসামীকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। আটককৃত গরু চোর হল- চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে চরণদ্বীপ ৯নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৮), একই উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে চরণদ্বীপ ৮ নং ওয়ার্ডের মৃত ইসমাইল এর ছেলে মোঃ তৌহিদুল ইসলাম ( ড্রাইভার) (২৫) ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডান হাতির ছড়া এলাকার মোঃ কফিল উদ্দিনের ছেলে মোঃ শাহেদ প্রকাশ জুয়েল (১৯)।
গরুর মালিক নুর মোহাম্মদ জানান, ২৫ জুন শুক্রবার সকাল ১০টায় ডান হাতির ছড়াস্থ কোরবান আলীর কৃষি জমিতে তার পালিত কালচে খয়েরী ষাঁড় গরুটি ঘাস খেতে দিয়ে আসে। বিকাল সাড়ে ৫টায় তার ছেলে রবিউল কাদের ও স্ত্রী গরু আনতে গিয়ে দেখে গরুটি নেই। অনেক খোঁজাখুজি করেও তারা গরুটি পায়নি। শনিবার (২৬ জুন) সকাল ৭টায় লোকমুখে খবর পায় তার চুরি হওয়া গরুটি জবাইকৃত অবস্থায় মস্তক বিহীন দ্বিখন্ডিত করে প্লাস্টিকের ২টি বস্তায় ঢুকিয়ে একটি লেগুনা গাড়িতে করে ৪ জন চোর নিয়ে যাচ্ছে। জনতা তাদের আটক করেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত হই। এই বিষয়ে লামা থানায় একটি চুরির মামলা করেছি।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত না হলে জনতা ৩ চোরকে গণপিটুনী দিয়ে মেরে ফেলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শতশত মানুষ গরু চোরদের দেখার জন্য সেখানে উপস্থিত হয়। পরে জবাইকৃত মস্তকবিহীন গরুটি একজনের জিম্মায় দিয়ে তিন আসামীকে থানায় নিয়ে আসি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।