ক্রাইম পেট্রোল ডেস্কঃ
ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলে আনোয়ার হোসেন আরাফাতকে ফাঁ'সি এবং নিহতের স্ত্রী রিজিয়া ও আরেক ছেলে সাকিল ওরফে সামিকে যা'বজ্জীবন কা'রাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কা'রাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় দ'ণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়িতে খুন হন। এ ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হ'ত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানোয়ার হোসেন জানান, 'মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে ঘটনার সাথে নিহতের স্ত্রী ও ছেলে জড়িত রয়েছে। নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে গ্রে'ফতারের পর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার কারণে ক্ষিপ্ত হয়ে মা ও ভাইয়ের সহযোগিতায় বাবাকে কু'পিয়ে হ'ত্যা করেন আরাফাত। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।