রফিকুল ইসলাম : শনিবার রাত আনুমানিক ১টার দিকে কুষ্টিয়ার ইবি থানার পাটিকাবাড়ী ইউপি'র গোপালপুর গ্রাম থেকে ফরিদপুরের দুই গরু চোর জনতার হাতে আটক হয়েছে ৷
জানা যায়, আটক চোরদ্বয় ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভাটপাড়া গ্রামের সোহরাব শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩০) ও একই এলাকার সামসুদ্দিনের ছেলে হারুন (৪০) ৷ হারুন বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামে বসবাস করে ৷ আটক চোরদ্বয়- সম্পর্কে চাচা-ভাতিজা ৷
গোপালপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে আফিল উদ্দিন জানান, গত সপ্তাহে আমাদের গ্রামের তুহিন নামক একজনের আলম সাধু গাড়ী চুরি হওয়ায় গ্রামবাসীরা রাতের বেলায় সতর্ক অবস্থায় থাকি ৷ হঠাৎ গতরাত আনুমানিক ১টার দিকে কুকুরের ডাকে আমরা জেগে উঠে আমার বাড়ীর গোয়ালঘরে টর্চলাইটের আলো জ্বালাযই। সেখানে দুইজনকে দেখতে পেয়ে চিৎকার দিলে চোরদ্বয় পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা ধাওয়া দিয়ে তাদেরকে আটক করে।
এ ব্যাপারে পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন জানান, গোপালপুর গ্রামের জনতার হাত থেকে দুই গরু চোরকে উদ্ধার করে ইবি থানায় প্রেরণ করা হয়েছে ৷
এ ব্যাপারে স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ জানান, ঘটনাটি আমরা শুনেছি ৷
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।