ক্রাইম পেট্রোল ডেস্ক>> বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া থেকে ভুয়া নারী পুলিশ সদস্য পরিচয়দানকারী নাছরিনা খাতুন ওরফে সানু (৩৬) কে আটক করেছে মডেল থানা পুলিশ। তাকে গতকাল শনিবার রাত ১১টার দিকে নিজ বাড়ী থেকে আটক করা হয়। এসময় তার ঘর থেকে পুলিশের শার্ট, প্যান্ট, বেল্ট ও নেমপ্লেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে রবিবার (১৯ ডিসেম্বর) শুভদিয়া ক্যাম্প ইনচার্জ এসআই সনজীব কুমার পাল নিজ বাদী হয়ে সংশ্লিষ্ট মডেল থানায় একটি মামলা করেছেন।
পুলিশ জানায়, দেয়াপাড়া গ্রামের মৃত মোহম্মদ শেখের কন্যা নাছরিনা খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় পুলিশের পোশাক পরে এবং নিজেকে পুলিশের সদস্য দাবি করে বিভিন্ন মানুষকে ভ-য়-ভী-তি-সহ প্র-তা-র-ণা করে আসছিল।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, প্রতারণার অভিযোগে নাছরিনা খাতুনকে পুলিশের পোশাক সহ আটক করা হয়েছে। সে ঢাকা থেকে মাঝে মধ্যে পুলিশের পোশাক পরে নিজ এলাকায় এসে নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।