ক্রাইম পেট্রোল ডেস্ক:
বাগেরহাটের ফকিরহাটে নাফিউল ইসলাম নামের এক চিকিৎসকের বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌ'ন হয়'রানির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, পেটে ব্যথা নিয়ে ফকিরহাট উপজেলার একটি ডায়াগনিস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করতে গেলে ওই কিশোরীকে গর্ভবতী বলে রিপোর্ট প্রদান এবং ভ'য় দেখিয়ে কু'প্রস্তাব দেন দায়িত্বরত ওই চিকিৎসক, এমন দাবি ভুক্তভোগী কিশোরীর পরিবারের।
এ ঘটনায় সোমবার সকালে ওই কিশোরীর পরিবার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে এ ঘটনার পর ডা. নাফিউল ইসলামকে অব্যাহতি দিয়েছে ওই ক্লিনিক কর্তৃপক্ষ।
কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, পেটে ব্যাথা নিয়ে গত ১৯ জুলাই ফকিরহাট উপজেলা হাসপাতালে গেলে চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাম করতে বলেন। এসময় ওই কিশোরীর মা তাকে নিয়ে উপজেলা মোড়ে ওই হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করতে যান। আল্ট্রাসনোগ্রাম কক্ষে দায়িত্বে থাকা ডা. নাফিউল ইসলাম কিশোরীকে একা রেখে তার মাকে বের করে দেন। এরপর আল্ট্রাসনোগ্রাম করার সময়ে ডা. নাফিউল ওই কিশোরীকে জানান, সে গর্ভবতী এবং কু'প্রস্তাব দিয়ে বলেন, তাকে খুশি করলে গর্ভের সমস্যার সমাধান করে দিবেন।
এক পর্যায়ে ওই চিকিৎসক কিশোরীর হাত ধরে জোর করে চু'মু দেন। ভয় পেয়ে কিশোরীটি আল্ট্রাসনোগ্রাম কক্ষ থেকে দ্রুত বের হয়ে আসেন। বিষয়টি কিশোরী তার অভিভাকদের জানালে তারা পুনরায় অপর একটি হাসপাতালে গিয়ে আল্ট্রাসনোগ্রাম করেন। সেখানে ওই কিশোরীর এপেন্ডিক্সের সমস্যা ধরা পড়ে।এছাড়া কিশোরীর দুটি রিপোর্ট ও পেটে ব্যাথার উপসর্গ দেখে চিকিৎসক তার এপেন্ডিক্স হয়েছে বলে নিশ্চিত করেন।
ফকিরহাটের ডায়াগনিস্টিক সেন্টারের মালিক লিটন কুণ্ডু বলেন, 'ঘটনার পর ডা. নাফিউল ইসলামকে ক্লিনিক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।'
অভিযুক্ত চিকিৎসক ডা. নাফিউল ইসলাম বলেন, ‘কিশোরীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ভুল হয়েছে। কিন্তু তার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। তারা ভুল বুঝেছে।'
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে সিভিল সার্জন স্যারের নির্দেশে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।