নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।বৃহস্পতিবার(১৪মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে উদ্বোধনের পর নীলফামারীতে এ কর্মসূচি শুরু হয়।
একই দিনের অনুষ্ঠানে পাঁচজনকে নগদ আড়াই হাজার করে টাকা প্রদানের মাধ্যমে জেলায় প্রথম দিনে ৭৩জনকে সহায়তা প্রদানের মাধ্যমে সূচনা করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জলঢাকার সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম,পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম-পিপিএম),নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
জেলা প্রশাসক সূত্রে জানা যায়, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া জেলার ৬২ হাজার মানুষ পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক সহায়তা।তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫০০ টাকা করে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত ওইসব মানুষদের।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।