ডেস্ক রিপোর্ট :
একটি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আসন্ন বড়দিন উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর মিরপুর মিশন ব্যাপ্টিস্ট স্কুল মাঠে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে উন্নয়ন করে শেখ হাসিনা বিস্ময় তৈরি করেছেন, যার জন্য অনেকেই ঈর্ষান্বিত।
তাই দেশের একটা মহল আজকে শেখ হাসিনাকে হটানোর চেষ্টা করছে। এদের সঙ্গে একাত্তরের পরাজিত শক্তি একীভূত হয়েছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।