ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের ডিসিকে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট যথাক্রমে মোহাম্মদ সালাহউদ্দিন, মো. আব্দুস সালাম ও মোছা. ইয়াছমিন আক্তারকে বদলিপূর্বক পদায়ন করা হলো।
মোহাম্মদ সালাহউদ্দিনকে যুগ্মসচিব হিসেবে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’ এ দায়িত্ব পালনের লক্ষ্যে অর্থ বিভাগে পদায়ন, মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে এবং মোছা. ইয়াছমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।