মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলার একমাত্র নারী শিক্ষার প্রতিষ্ঠান হোমনা রেহানা মজিদ মহিলা কলেজ। প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘ ২০ বছর পর এমপিওভুক্ত হলো উক্ত কলেজটি। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতীক্ষার পর কলেজটি এমপিওভুক্ত হওয়ায় মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অনেক শিক্ষক আবেগ আপ্লুত হয়ে পড়েন। কলেজ হলরুমে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রেহানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা, কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল, কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, প্রভাষক মো. শাহিন মিয়া, প্রভাষক রিজিয়া সুলতানা প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।