অনলাইন ডেস্কঃ রংপুরে প্রতিবন্ধীকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ ঘটনায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রীসহ ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রংপুর নগরীর পার্কের মোড় কোঁতপাড়া এলাকায় বসবাসকারী রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল হাসান আলীর একটি অটো ভাড়া নিয়ে চালাতও প্রতিবন্ধী নাজমুল ইসলাম। দুদিন আগে অটো চুরি হলে এ ঘটনায় হাসান প্রতিবন্ধী নাজমুলকে তার বাসায় ধরে আনে। এরপর তার স্ত্রী সাথি বেগমসহ নাজমুলকে নির্যাতন করে। নির্যাতনে নাজমুল মারা গেলে পুলিশ কনস্টেবল হাসান ও তার স্ত্রী সাথি বেগম লাশ গলায় ফাঁস লাগিয়ে ঘরের সিলিং এর মধ্যে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে প্রচার করে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশটি নামালে এলাকাবাসী দেখতে পায় নিহতের সবগুলো নখ থেঁতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। নিহত প্রতিবন্ধী নাজমুলকে নির্যাতন করে হত্যার অভিযোগে এলাকাবাসী কনস্টেবল হাসান ও তার স্ত্রী সাথি বেগমকে গ্রেফতার করার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে।
উপসহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে নির্যাতনে ব্যবহৃত হাতুড়ি ও একটি প্লাস উদ্ধার করা হয়েছে।
তাজহাট থানার ওসি আখতারুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।