কক্সবাজার প্রতিনিধি>> কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপির ভারুয়াখালী এলাকায় ঘরে ঢুকে কাঠ ব্যবসায়ীকে কূপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় ৮জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় বারবাকিয়া ইউপির ২ নং ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্রধান আসামী করা হয়। শনিবার রাতে নিহতের স্ত্রী শামিনা বেগম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডাকাতি ও খুনসহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি বারবাকিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড়ে ইউপি সদস্য ও একই ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি। জাহাঙ্গীর আলম ওই এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছেন। চাঁদাবাজি, অবৈধভাবে বালি উত্তোলন, টাকার বিনিময়ে অবৈধভাবে বনভূমির দখল বেচাবিক্রি ও দখল বেদখল তার প্রধান কাজ। এসব কাজে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়। এমনকি হত্যাকান্ডের ঘটনা ঘটাতেও তার বাধে না। তার দখল বেদখলে বাধা দেওয়ায় গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় কাঠ ব্যবসায়ী নেজাম উদ্দিনকে কপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শামিনা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় বারবাকিয়ার পাহাড়িয়াখালীর জাফর আলমের ছেলে ইউপি সদস্য বনরাজা খ্যাত জাহাঙ্গীর আলম(৪০)কে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা রুজু করেন। এ মামলায় অন্যান্য যাদেরকে আসামী করা হয়েছে তারা হচ্ছে- মৃত রব্বত আলীর ছেলে নেজাম উদ্দিন(৩৫), উসমান গণির ছেলে জসিম উদ্দিন(৩৫), সৈয়দ নুরের ছেলে শাহাব উদ্দিন(৪০), নুরুচ্ছফার ছেলে আল মুমিন (২৫), মৃত নজির আহমদের ছেলে জাফর আলম, আবুল কালামের ছেলে মোঃ আরমান(২৮) ও রাজা মিয়ার ছেলে নুরুজ্জামান(৪৫)। গত বছরও জাহাঙ্গীর আলম এক গৃহ বধুকে পিটিয়ে হত্যা করেছে। ওই ঘটনায় তাকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়।
পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, আসামীদেরকে ধরার জন্য পুলিশের কয়েকটি দল মাঠে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন ।এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।