জিয়াউল হক জিয়া, কক্সবাজার থেকে>>
কক্সবাজারের পেকুয়ায় ট্রাকচাপায় গিয়াস উদ্দিন (৩৮) নামের এক ব্যবসায়ী নিহতেএবং অপর একজন আহত হয়েছেন। গত বুধবার(৩১ মার্চ) দিবাগত রাত ১টার সময় উপজেলার টৈটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় আনোয়ারা-বাঁশখালী হয়ে পেকুয়া ও চকরিয়া আসা-এবিসি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন (৩৮) টৈটং ইউপির হিরাবুনিয়া গ্রামের ইসলাম আহমদের পুত্র। আহত হওয়া ইসমাইলকে (৪৫) চট্টগ্রাম চমক হাসপাতালে রেফার চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গিয়াস উদ্দিন(৩৮) টৈটং বাজারের একজন মুদি দোকানদার । ঘটনার রাতে তিনি দোকান বন্ধ করে ইসমাইলকে সঙ্গে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন।এমতাবস্হায় হঠাৎ বেপরোয়া গতিতে আসা গরুবোঝাই ট্রাক ঘটনাস্হল হাজী বাজার এলাকায় এসে দু'জনকে একসাথে চাপা দেয়। এতে স্পটে ব্যবসায়ী গিয়াস মারা যান।পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পেকুয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।ট্রাকটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।দুর্ঘটনার পরপরই ড্রাইভার পালিয়ে গেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।