
জিয়াউল হক জিয়াঃ পুলিশ মানে আতঙ্ক,পুলিশ মানে ভয়,পুলিশ মানে মানুষের মনে ঘৃণা সংশয়,এমন ভুলভ্রান্তি তাড়িয়ে পুলিশ মানে জনতা,পুলিশ মানে সেবক, এহেন কর্ম পরিচয়দানের লক্ষে কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের অন্যরকম সেবা “হ্যালো ওসি” গত ২৪ ডিসেম্বর বিকাল ৪টার সময় উপজেলার টৈটং বাজারে উন্মুক্ত মঞ্চে ব্যানার টাঙিয়ে “হ্যালো ওসি”সেবা চালু করা হয়েছে।
“হ্যালো ওসি” সেবা অনুষ্ঠানে পেকুয়া থানার ওসি মোঃ কামরুল আজম জনতার উদ্দেশ্য বলেন,পেকুয়া থানার পুলিশ সৎ ও ন্যায়ের পক্ষে কথা বলবে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চোরাকারবারী, রাষ্ট্র ও সরকার রিরোধি সমাজের সকল অপকর্মের বিরুদ্ধে লড়বে,এহেন কর্ম-দক্ষতার পরিচয় দিয়েই প্রমাণ করবে পুলিশ জনগণের সেবক, পুলিশ জনতার আস্হাশীল প্রশাসন।তাই উপজেলার সকল অন্যায়,অবিচার,ত্রাস সৃষ্টিকারী নির্মূলে জনগণের আন্তরিক সহযোগিতা চান।
ওসি আরো বলেন,থানায় গিয়ে কোন অভিযোগ, জি.ডি দায়ের করতে কোন টাকা-পয়সার দরকার নেই,কেউ টাকা চাইলে আমাকে জানাবেন।এছাড়া সমাজের ধর্তব্য কোন অপরাধের তথ্য দিলে, শতভাগ নিশ্চিত থাকবেন আপনার পরিচয় গোপন থাকবে।থানায় কিংবা আমার কাছে যেতে কোন ভয় নেই,র্নিভয়ে যাবেন,আপনাদের জন্য আমার সেবার দরজা খোলা।আমি এ উপজেলাকে অপরাধমুক্ত করে,সুন্দর সমাজ উপহার দেওয়ার প্রত্যয়ে কাজ করছি, করে যাব।এভাবে পুলিশকে ভুল বুঝার ভ্রান্ত ধারণা মূছে পুলিশের প্রতি জনগণের শতভাগ আস্হা,ভালবাসা অর্জনের লক্ষে” হ্যালো ওসি”সেবা চালু করা হয়েছে।আপনাদের সকলের প্রয়োজন সময়ের স্বল্পতায় থানা যেতে না পারলেও ফোনে আমাকে জানাবেন।এমন দৃঢ় প্রত্যয়,প্রতীজ্ঞায় আবদ্ধ হলেন ওসি।এ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন,থানার তদন্ত ওসি মিজানুর রহমান ও টৈটংনের চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।