ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার থেকে ২জনকে মাদক সেবন অবস্থায় মাদকদ্রব্য গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ। আটকরা হল জেলার হরিনাকুন্ডু উপজেলার হিঙ্গারপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইউনুচ আলী (৩৭), ও সদর উপজেলার গিলাপোল গ্রামের রাজকুমার হালদারের ছেলে রিপন হালদার (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা ক্যাম্পের এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইউনুচ ও রিপন নামের ২জনের দেহ তল্লাশী করে ২৪ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে। এসময় অপরাধী ইউনুচ ও রিপন দীর্ঘ ২বছর যাবত গাঁজা সেবনের সত্যতা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৩মাসের কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়ত উল্লাহ। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।