পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ-এর উদ্বেগে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় থেকে শুরু হওয়া এই কার্যক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ওষুধ ছিটানো হবে।
পৌরসভা সূত্রে জানা যায়, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় নালা-নর্দমা, ড্রেন, খোলা জলাশয় এবং আবাসিক এলাকায় মশার ওষুধ ছিটানো হচ্ছে। একইসঙ্গে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম।
পৌরসভার একজন কর্মকর্তা বলেন, “মশার বংশবিস্তার রোধে এই অভিযান চালানো হচ্ছে। নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এ কার্যক্রম সফল হবে না।”
এদিকে নাগরিকদের উদ্দেশ্যে পৌরসভা থেকে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখেন, জমে থাকা পানি অপসারণ করেন এবং পৌরসভার কার্যক্রমে সহযোগিতা করেন। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, “সঠিক সময়ে এ ধরনের কার্যক্রম শুরু হওয়ায় আমরা আশাবাদী। তবে নিয়মিতভাবে এ উদ্যোগ চালু থাকলে আরও ভালো হতো।”
পৌরসভা থেকে জানানো হয়েছে, মশামুক্ত শহর গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।