পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া গ্রামে ৫৩ বছর আগে ব্যবহৃত রকেট লঞ্চারের মোটর শেল সফলভাবে নিষ্ক্রিয় করেছেন রাজশাহী জেলা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ধোপাপাড়া গ্রামের হাফিজ মাস্টারের আমবাগানে এই অভিযান চালানো হয়। রাজশাহী বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল এ নিষ্ক্রিয়করণ কাজ সম্পন্ন করে।
পুঠিয়া থানার ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, “৫৩ বছর আগে ব্যবহৃত রকেট লঞ্চারের মোটর শেলটি দীর্ঘদিন ধরে থানায় সংরক্ষিত ছিল। আদালতের নির্দেশে শনিবার এটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।”
অভিযানের সময় থানার পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। নিষ্ক্রিয় করার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। দীর্ঘদিনের ঝুঁকি অবসানের খবরে তাঁরা স্বস্তি প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে ধন্যবাদ জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।