রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদের এক সদস্যকে (মেম্বার) হে'রোইনসহ আ'টক করেছে ডিবি পুলিশ।
জেলা সদরের পুঠিয়া উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কের শিশিতলা নামক এলাকা থেকে রবিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আ'টক করা হয়।
আটক ইউপি সদস্যের নাম ফরমান আলী। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।
রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রবিবার দুপুরে চারঘাট-বানেশ্বর সড়কের শিশিতলা থেকে তাকে আ'টক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হে'রোইন উদ্ধার করা হয়।
ইউপি সদস্য ফরামান আলী মা'দকাসক্ত। তবে তিনি মা'দক ব্যবসার সঙ্গে জড়িত কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি।
ফরমান আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।