পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী অজ্ঞাত পরিচয় বাসের ধা'ক্কায় মিনহাজ (২৬) নামের এক সাইকলে আরোহী নি'হত হয়েছে। নি'হত মিনহাজ চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়ার গ্রামের ইন্নাত আলীর ছেলে। সোমাবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া পৌর সদরের ইসলামীয়া কলেজ সংলগ্ন বিলপাড়া ঢালান নামক স্থানের এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাইকেল আরোহী মিনহাজ ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া পৌর সদরের বিলাপাড়া ঢালান নামক স্থানে মহাসড়ক পারাপারের সময় রাজশাহী থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে ধা'ক্কা লাগে। বাসের ধা'ক্কায় সাইকেল আরোহী মিনহাজ সাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে গু'রুতর জ'খম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার মিনহাজকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুঠিয়া হাইওয়ে ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, 'নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লা'শ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।