পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি:
নার্সিং ও মিডওয়াইফ মহাপরিচালক ও পরিচালকের পদ থেকে মাকসুদা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তারা।
শনিবার (১৪ সেপ্টম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠানে জানানো হয়, নার্সদের নিয়ে জঘণ্যতম কটূক্তি করায় তারা এ মানববন্ধন অনুষ্ঠান পালন করছেন। এছাড়াও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট পদে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি করা হয়। মানববন্ধন অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল নার্স ও মিডওয়াইফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।