মোঃ মেহেদী হাসান, পুঠিয়া(রাজশাহী)।।
রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া কলার হাটে বালুবাহী ট্রাক উল্টে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতর ঢুকে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, , চারঘাটের আসকরপুর গ্রামের বাসিন্দা মাহাকাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০), নাটোর কাফুরিয়া, সদর এলাকার শাহীনের ছেলে সিয়াম (১৬), নাটোর পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের(৩৮) প্রামানিক, নাটোর বাঘাতিপাড়া সাইফুেলর ছেলে সেন্টু (১৮)।
এ ঘটনায় আহত হন পুঠিয়া উপজেলার বানেশ্বরের খুটিপাড়া গ্রামের জলিলের ছেলে রায়হানুল ইসলাম (৪০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল সকাল ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, 'সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করি এবং আহত একজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে মারা যাওয়া আরও একজনসহ মোট নিহত ৪ জনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক।'
স্থানীয়রা জানান, ট্রাকটি বাজারে ঢুকে একাধিক দোকান ও পথচারীকে চা*পা দেয়। দুর্ঘটনার সময় বাজারে ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্রেক ফেইল করে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।