পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়ের সময় ৪ জন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার সন্ধ্যা ৭টার সময় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের (আদিবাসী পাড়া) এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সিপিসি-২ নাটোর ক্যাম্প, র্যাব- রাজশাহীর একটি অপারেশন দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চো'লাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে কৃষ্ণপুর আদিবাসী এলাকার মৃত ভরত সর্দ্দারের ছেলে সুরেশ সর্দ্দার (৫২), মৃত মুক্তি সর্দ্দারের ছেলে গনেশ সর্দ্দার (৫০), নিবারন সর্দ্দরের ছেলে কার্তিক সর্দ্দার (৪৫) ও জ্যোতিশ সর্দ্দারের ছেলে দীপকসর্দ্দার (২৮) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে চার‘শ চার লিটার চো'লাইমদসহ চো'লাইমদ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়। আটক আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজসে চো'লাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মা'দকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছিলো। আটক আসামীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।