পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক কিশোরীকে ধ'র্ষণের অভিযোগে রকি (২৮) নামের এক যুবকে আটক করেছে আর এমপি বেলপুকুর থানা পুলিশ। ১৪ জুলাই (২০২৪) ওই কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানায় একটি মামলা রুজু হয়। অভিযোগের পর অভিযান পরিচালনা করে ধ'র্ষককে বেলপুকুরের বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, 'রোববার দুপুরে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক রকি উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদী গ্রামের দক্ষিণপাড়া এলাকার জাকারিয়ার ছেলে।'
জানা গেছে, গত ৩ সপ্তাহ যাবত রকি ওই কিশোরীকে কু'প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় রকি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে কি'শোরীকে ডেকে নিয়ে আসেন। এরপর সন্ধ্যা ৭ টায় দোমাদী এলাকার দিয়াড় বিলের একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধ'র্ষণ করে। বিভিন্ন হু'মকি-ধ'মকির ভয় না করে ধ'র্ষণের শিকার ওই কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরবর্তীতে আরএমপি'র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের দিকনির্দেশনায় এসআই আকতার হোসেন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুলাই) সকাল ৭ টায় অভিযান পরিচালনা করে আসামি রকিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। রোববার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কি'শোরীকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।