পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে একটি অনুমোদনহীন কসমেটিকস কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ‘সাফা’ নামক কারখানায় বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। তিনি জানান, 'কারখানাটির বিএসটিআই অনুমোদন, বৈধ লাইসেন্স ও স্বাস্থ্য নিরাপত্তা মানদণ্ড কিছুই ছিল না। এতে ব্যবহৃত বিভিন্ন বিপজ্জনক কেমিক্যাল ও লোশন তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।'
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অনুমোদনহীন কসমেটিকস ব্যবহারে ত্বকে অ্যালার্জি, ফুসকুড়ি, চর্মরোগ, চোখে জটিলতা এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, “উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”
অভিযানকালে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।