পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় আগামীকাল শনিবার (১৬ ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী একুশে বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হবে। পুঠিয়া পরেশ নারায়ণ (পিএন) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। বাংলাদেশ উদীচী পুঠিয়া শাখা সংসদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নির্ঝর, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকার আহম্মেদ গোলাপ, উদীচী পুঠিয়া শাখা সংসদের সভাপতি সরোয়ার হোসেন শান্তি ও বইমেলা ও উৎসব প্রস্তুতি কমিটির আহবায়ক ও উদীচী পুঠিয়া শাখা সংসদের সহ-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ডলার। আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি পুঠিয়া পরেশ নারায়ণ (পিএন) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের বইয়ের স্টল ছাড়াও লাঠিখেলা, সংগীতা অনুষ্ঠান, দেশের গান ও আবৃত্তির আয়োজন করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।